JoooHost – Best Web Hosting in Bangladesh | 50% OFF
Tue, 15 Jul 2025

Follow the stories of academics and their research expeditions
নিজের লিখা অথবা আউটসোর্স করা বই অ্যামাজন কিন্ডেলে পাবলিশ এবং সঠিক মার্কেটিংয়ের মাধ্যমে কিভাবে অ্যামাজন থেকে 6 Figure Passive Income এর পথে যাত্রা শুরু করতে হয় তার স্টেপ-বাই-স্টেপ ফর্মুলা পাবেন এই কোর্সে।
অ্যামাজন হচ্ছে ওয়ার্ল্ডের এক নাম্বার ই-কমার্স সাইট। প্রতিদিন লক্ষ কোটি প্রোডাক্ট কেনা বেচা হচ্ছে এই অ্যামাজন থেকে। আর এই অ্যামাজনের অনলাইনে ডিজিটাল বই এর প্লাটফর্মকে বলা হয় অ্যামাজন কিনডেল (amazon kindle) KDP। পৃথিবীর সব বিখ্যাত, নতুন, পুরান সব ধরনের বই সেখানে পাওয়া যায়। আমাদের দেশে অ্যামাজন নাই, কিন্তু যে সব বড় বড় দেশে অ্যামাজন আছে সেই সব দেশের মোটামুটি সবাই অ্যামাজন থেকেই বই কিনে। সুতরাং বুঝতেই পারছে যে, মিলিয়ন ডলারের বিজনেস রয়েছে অ্যামাজনের এই কিনডেল প্লাটফর্মে। অনেক বিখ্যাত লেখক, নতুন পুরাতন অনেক লেখক রাতারাতি মিলিয়নার হয়েছে তাদের বই অ্যামাজনে হিট হওয়ার কারণে।
আমি অ্যামাজনে বই সর্বপ্রথম পাবলিশ করি 2013 সালে। লিখা লিখির অভ্যাস ছিল তাই গ্লোবালি সেল করার জন্যই মুলত অ্যামাজনে পাবলিশ করা। পাবলিশ করার পর দেখলাম আমার প্রতি মাসে প্রায় ২০/৩০ ডলার এর মতো ইনকাম হচ্ছে। তখন আমি পর পর আরও ২টা বই পাবলিশ করি। আর তখন দেখলাম আমার ইনকাম মাসে ৮০/১০০ ডলার করে হচ্ছে।
তারপর থেকে আমি বিদেশি অনেক এক্সপার্ট লেখকদের/কিনডেলে যারা সাকসেসফুল তাদের কোর্স করতে থাকি (এই শিখার জন্য প্রায় কয়েক হাজার ডলার ইনভেস্ট করি) এবং বিভিন্ন টেকনিক এবং টিপস ফলো করে নতুন নতুন বই পাবলিশ করতে থাকি। অ্যামাজনে বিক্রির জন্য বই লিখা, সেল বেশি পাওয়ার জন্য মার্কেটিং করা, এই কাজগুলো আস্তে আস্তে সম্পূর্ণ অটোমেট করে ফেলি। আর তারপর থেকেই আমার অ্যামাজন কিনডেল থেকে প্রতি মাসে কয়েক হাজার ডলার passively ইনকাম হতে থাকে। আর বাংলাদেশের মানুষদের অপার এই সম্ভবনাময় বিজনেসের সাথে পরিচয় করিয়ে দিতেই তৈরি করলাম এই অ্যামাজন কিনডেল সাকসেস কোর্স।
Amazon Kindle Direct Publishing (KDP) প্লাটফর্ম ব্যাবহার করে আপনি ডিজিটাল বই ছাড়াও, আপনি চাইলে আপনার বই এর হার্ডকপিও সেল করতে পারবেন অ্যামাজন কিনডেল প্লাটফর্ম এর সাহায্যে। এর সব কিছুই কোর্সে শিখানো হয়েছে। আর মজার বিষয় হচ্ছে, আপনি যদি ভালো লেখকও না হয়ে থাকেন কিন্তু যদি একটু ইনভেস্ট করার সামর্থ্য থাকে তাহলে এই কোর্সের দেখানো মাধ্যমে কাজ করলে আপনিও হতে পারবেন অ্যামাজনে একজন বেস্টসেলার লেখক। যেটা আপনার মর্যাদা বাড়িয়ে দিবে বহুগুণে, আর সেইসাথে আপনি বুঝতে পারবেন Passive Income এর আসল মজা।
19. অ্যামাজনের রেজাল্টে আমাদের বইকে শুরু দিকে নিয়ে আসার টিপস। যেটা আমাদের পাসিভ ইনকামের জন্য খুবই গুরুত্বপূর্ণ
আমাদের বই যারা কিনবে তাদের ইনফরমেশন কালেক্ট করার পদ্ধতি। যার মাধ্যমে আমরা পরবর্তিতে সেই সব টার্গেটেড বায়ারদের কাছে আমাদের অন্য প্রোডাক্ট অথবা বই এর প্রমোশন করতে পারবো।
এছাড়াও এই কোর্সের পেইড মেম্বার্সদের জন্য আছে প্রাইভেট ফোরাম। সেখানে তারা অ্যামাজন কিনডেল সম্পর্কিত যেকোনো প্রশ্ন করলে তার উত্তর পেয়ে যাবে। আর স্টুডেন্টদের চাহিদার উপর ভিত্তি করে এই কোর্সে মাঝে মধ্যেই নতুন লেকচার অ্যাড করা হবে। সুতরাং আপনি যদি আনলাইনে ভালো একটা ইনকাম করতে চান, একজন বেস্টসেলার অথর হিসাবে নিজের নামকে প্রতিষ্ঠিত হতে চান অ্যামাজন কিনডেল কোর্সটি হবে আপনার জন্য পারফেক্ট একটি কোর্স।
Important earnings and legal disclaimers: mask sparker Batista is a professional internet marketer and his results are not typical. His experiences are not a guarantee you will make money. You may make more, less or the same.
উত্তরঃ FreeLancing একটি ই-লার্নিং প্ল্যাটফর্ম। আপনি অনলাইনে ঘরে বসে আপনার সুবিধামত সময়ে কোর্স করতে পারবেন। আর কাজ করার সময় প্রবলেম ফেস করলে, Instructor-এর হেল্পও কোর্সের ফোরামে পাবেন। কোর্স কিভাবে দেখবেন? কিভাবে কোর্স কমপ্লিট করে সার্টিফিকেট পাবেন? এই সব কিছু!
উত্তরঃ বাংলাদেশী DBBL / নেক্সাস / ভিসা / মাস্টারকার্ড / রকেট / বিকাশ দিয়ে মূল্য পরিশোধ করলেই কোর্সের লাইফ-টাইম আক্সেস পেয়ে যাবেন এবং যেকোনো সময় ওয়েবসাইটে লগিন করে কোর্সের ভিডিও দেখে শিখতে পারবেন।
উত্তরঃ অবশ্যই। কোর্সের এনরোল করা মেম্বার্সদের জন্য আছে প্রাইভেট ফোরাম। সেখানে তারা কোর্স সম্পর্কিত যেকোনো প্রশ্ন করলে, তার উত্তর পেয়ে যাবে।
Tue, 15 Jul 2025
Mon, 09 Oct 2023
Sun, 26 Feb 2023
Leave a comment